শেরপুরের নালিতাবাড়ীতে পোলট্রি খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় পৌর শহরের কালিনগর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কালিনগর মহল্লার সোহেল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আসাদুজ্জামানসহ কয়েক শিশু পাশের ফারুক মিয়ার পোলট্রি খামারসংলগ্ন একটি খেজুরগাছে খেজুর পাড়তে যায়। ফেরার পথে শিশুটি খামারের জিআই তারের বেড়ার একটি অংশে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খামারটিতে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া ছিল বলে জানা গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।