শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আশরাফুল (৫)।
জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আশরাফুল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।