হোম > সারা দেশ > শেরপুর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লরি জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান চালায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোগাই নদীর পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন অভিযোগে গতকাল রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একই সঙ্গে বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমাণ আদালত ১৩টি ড্রেজার ধ্বংস, ছয়টি লরি জব্দ, ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১