হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন।

মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে। এতে সাবেক পৌর মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামও অন্তর্ভুক্ত করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নাশকতার মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ