শেরপুরে ধানখেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই কৃষিশ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন ছাত্তারকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা চরের সমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৩)।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম আজকের পত্রিকাকে বলেন, কৃষক আকরাম হোসেন সকাল ৯টার দিকে কৃষিশ্রমিক আব্দুল হানিফকে সঙ্গে নিয়ে ধানখেতে পানি দিতে গিয়েছিলেন। সেখানে সেচপাম্পের তার ছিঁড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে ছিল। সেচপাম্পের সুইচ দিতেই আকরাম হোসেন বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুতায়িত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।