হোম > সারা দেশ > শেরপুর

‘আত্তির দল ঘর ভাইঙা দিল, লগে ধান-চালও শেষ করল’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

বন্য হাতির তাণ্ডবে ভেঙেছে টিনের ঘর। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়িঘর তছনছ করে দিয়েছে এক দল বন্য হাতি। হাতির তাণ্ডবে ঘরছাড়া হয়েছে ছয় পরিবার। আজ মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বুরুঙ্গা–কালাপানি এলাকায় এই ঘটনা ঘটে।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বুরুঙ্গা-কালাপানি এলাকায় ৪০ থেকে ৪৫টি বন্য হাতি একাধিক ঘরবাড়ি লন্ডভন্ড করে। এগুলো বাড়িঘরের বেড়া গুঁড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। ধ্বংস করে ঘরের আসবাবপত্র। এ সময় গোলাঘরের ধান-চাল নষ্ট করে ও খেয়ে ফেলে।

শাহীন মিস্ত্রি, সুফিয়া বেগম, সাফিকুল ইসলাম, হাসনা ভানু, মাজেদা খাতুন, শহর ভানুর বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে গেছে বন্য হাতির দল। এ ছাড়া ১৬০ মণ ধান ও ৩০ মণ চাল খেয়ে ও ছুড়ে ফেলে নষ্ট করেছে হাতিগুলো।

ক্ষতিগ্রস্ত শাহীন মিস্ত্রি বলেন, ‘সারা বছর খাওয়ুনের জন্য সবেমাত্র ধান-চাল রাখছিলাম। আত্তির দল তো আমার থাকার ঘরও ভাইঙা দিল। লগে ধান-চালও শেষ করল। সারা বছর অহন কেমনে চলমু আল্লাহ জানেন৷’

বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ৪০-৪৫টি বন্য হাতির একটি দল বুরুঙ্গা-কালাপানিতে তাণ্ডব চালিয়েছে ৷ এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে ৷

সংবাদ প্রকাশের পর ফের এসেছে নালিতাবাড়ীতে ‘ভোটের গাড়ি’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর