শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়িঘর তছনছ করে দিয়েছে এক দল বন্য হাতি। হাতির তাণ্ডবে ঘরছাড়া হয়েছে ছয় পরিবার। আজ মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বুরুঙ্গা–কালাপানি এলাকায় এই ঘটনা ঘটে।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বুরুঙ্গা-কালাপানি এলাকায় ৪০ থেকে ৪৫টি বন্য হাতি একাধিক ঘরবাড়ি লন্ডভন্ড করে। এগুলো বাড়িঘরের বেড়া গুঁড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। ধ্বংস করে ঘরের আসবাবপত্র। এ সময় গোলাঘরের ধান-চাল নষ্ট করে ও খেয়ে ফেলে।
শাহীন মিস্ত্রি, সুফিয়া বেগম, সাফিকুল ইসলাম, হাসনা ভানু, মাজেদা খাতুন, শহর ভানুর বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে গেছে বন্য হাতির দল। এ ছাড়া ১৬০ মণ ধান ও ৩০ মণ চাল খেয়ে ও ছুড়ে ফেলে নষ্ট করেছে হাতিগুলো।
ক্ষতিগ্রস্ত শাহীন মিস্ত্রি বলেন, ‘সারা বছর খাওয়ুনের জন্য সবেমাত্র ধান-চাল রাখছিলাম। আত্তির দল তো আমার থাকার ঘরও ভাইঙা দিল। লগে ধান-চালও শেষ করল। সারা বছর অহন কেমনে চলমু আল্লাহ জানেন৷’
বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ৪০-৪৫টি বন্য হাতির একটি দল বুরুঙ্গা-কালাপানিতে তাণ্ডব চালিয়েছে ৷ এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে ৷