হোম > সারা দেশ > শেরপুর

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জরিমানা, মাংস জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

ভোরের আলো ফোটার আগেই এক অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন হাফিজ নামের এক মাংস ব্যবসায়ী। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই মাংস ব্যবসায়ী ভোর ৫টার দিকে মাত্র ৩৫ হাজার টাকায় একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু কিনে শহরের মাংস মহলে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করেন এবং মাংস বিক্রির চেষ্টা চালান।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে জবাইকৃত মাংস জব্দ করা হয় এবং সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১