শেরপুরের নকলায় আওয়ামী লীগ নেতা জরিপ হোসেনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নকলা পৌরশহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জরিপ হোসেন নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি শ্রমিক ইউনিয়ন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার জরিপ হোসেন গত ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।