হোম > সারা দেশ > শেরপুর

গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে: সেলিম ভূঁইয়া

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার দুপুরে শহরের জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে শেরপুর শহরের জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, অনেক পেশার মানুষ নষ্ট হলে জাতির কিছু ক্ষতি হয়। কিন্তু শিক্ষক নষ্ট হয়ে গেলে দেশের সর্বনাশ হয়। নীতি ও নৈতিকভাবে শিক্ষকদের উৎকৃষ্ট হতে হবে।

জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য এ কে এম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্যসচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির সদস্যসচিব মো. আজহার আলী। অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সম্মেলন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন এবং নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা করা হয়।

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১

নালিতাবাড়ীতে জাল টাকাসহ যুবক আটক