হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ 

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাহাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)। এছাড়া শ্রীবরদী উপজেলার সাতানি এলাকার লোকমান হোসেনের ছেলে রেজুয়ানসহ (২৮)। 

এ মামলায় আরও ২–৩ জন আসামি পলাতক আছেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী পাহাড়ি এলাকার রাস্তায় অভিযান চালায়। ওই সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওই সময় রেজুয়ানসহ আরও ২–৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই দুই আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইদিন বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ প্রকাশের পর ফের এসেছে নালিতাবাড়ীতে ‘ভোটের গাড়ি’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর