হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ডোবায় ডুবে যমজ বোনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরে রাস্তার পাশে ডোবায় ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুরা হচ্ছে ওই গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে যমজ বোন শিলা-নীলাসহ চার শিশু বাড়ির পাশে ডোবায় জমে থাকা পানিতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই কন্যাশিশুর বাবা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আজ দুপুরে ডোবায় ডুবে তাঁর দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ‘ডোবায় ডুবে দুজনের মৃত্যুর খবর এখনো পাইনি। বিষয়টির খোঁজ নিচ্ছি।’

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১