হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

শেরপুর প্রতিনিধি

মায়াঘাষি এলাকা থেকে চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় আড়াই হাজারের বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারিরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১

নালিতাবাড়ীতে জাল টাকাসহ যুবক আটক

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বহিষ্কার