শেরপুরের নালিতাবাড়ীতে নদে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পৌর শহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরে পৌর শহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদের পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এ সময় তারা ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য লাশটি শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।