ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিলাহাটি স্টেশনের কাছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হন। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে বিকেল ৩টার দিকে। স্টেশনের কাছে ওই যুবক রেললাইনের ওপর শুয়ে ছিল। ট্রেনটি তাঁর ওপর দিয়ে চলে গেলে দ্বিখণ্ডিত হন ওই যুবক।