হোম > সারা দেশ > রংপুর

মাদক থেকে ফেরাতে ছেলেকে পুলিশে দিলেন মা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

মাদকাসক্ত ছেলেকে মাদক থেকে ফেরাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বিষয়টি নিশ্চিত করেন। 

মাদকাসক্ত ওই ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি ভূটকা গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। 

মাসুদ রানার পরিবার সূত্র জানা যায়, মাসুদ রানা প্রতিদিন মাদক সেবনের টাকার জন্য তার স্ত্রী, দুই সন্তান ও মায়ের ওপর অত্যাচার করে। রোববার বাড়িতে বসে মাদক সেবনের সময় মাসুদ রানাকে তার মা পুলিশের হাতে তুলে দেন। 
 
মাসুদ রানা বলেন, ‘আমি বুঝতে পারছি মাদকসেবন করে এসে আমার মা, স্ত্রী, সন্তানদের ওপর অত্যাচার করা ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি কারাগার থেকে বের হয়ে ভালো হয়ে যাব।’ 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মাসুদ রানার মায়ের অভিযোগে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে তার বাড়ি থেকে মাদকসেবনের সময় আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলায় তাকে মাদক আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন