হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৭ সেমি ওপরে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার বেলা ৩টায় ফুলছড়ি তিস্তা মুখঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে, কাল বৃহস্পতিবারের পর পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান জেলা পাউবো কর্মকর্তারা। 

ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী চরাঞ্চল ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের কিছু কিছু নিচু এলাকায় পানি ঢুকেছে। এসব এলাকার কয়েকটি গ্রামীণ রাস্তায় তলিয়ে গেছে। শতাধিক হেক্টর জমির আমন ধানসহ শাকসবজির খেত তলিয়ে গেছে। তবে এখনো মানুষের বাড়িঘরে পানি ঢোকেনি। 

এ ছাড়া গলনা, জিয়াডাঙ্গা, ঝানঝাইর, পিপুলিয়া, গাবগাছী, জামিরা, কালুরপাড়া, খাটিয়ামারী, বাজেতেলকুপি, কুচখালী, হরিচণ্ডী, কালাসোনা, কাবিলপুর, মধ্য উড়িয়া, রতনপুর গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি হতে রতনপুর রাস্তার কিছু অংশে পানি ওঠায় লোকজনের চলাচলের অসুবিধা হচ্ছে। 

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে উপজেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি উপজেলায় ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ