হোম > সারা দেশ > নীলফামারী

জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে: তথ্যমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার অগ্নি-সন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।

আজ রোববার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এ দেশে কারোর নাই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। 

মন্ত্রী আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না। 

বর্ধিত সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে নেতা-কর্মীদের আরও বেগবান ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার