হোম > সারা দেশ > রংপুর

পল্টনে পুলিশ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি

২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) নীলফামারীর ডিমলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। 

আজ নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম। 

এতে জানানো হয়, ডিমলা উপজেলা শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলমগীর হোসেন ঘটনার দিন প্রত্যক্ষভাবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। যা বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও সিসি ফুটেজে তাঁর সম্পৃক্ততা ধরা পড়ে। 

তিনি পল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। ঘটনার পর থেকে নিজেকে আড়াল করতে এলাকায় সব সময় মাস্ক পরিধান করে চলাফেরা করতেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আলমগীর। 

এ সময় পুলিশ সুপার মো. গোলাম সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ডিবি ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিমলা থানা-পুলিশ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলমগীর হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড