হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সেতু

প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়েছে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে উপজেলার ধুলগাড়ী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানায়, ২০১৯-২০ অর্থবছরে উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ী গ্রামে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে মেসার্স তাজুল কনস্ট্রাকশন একটি সেতু নির্মাণ করে। ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ৩৮ ফুট এবং প্রস্থ ১৪ ফুট।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগে জানায়, শুরু থেকেই সেতুটি নির্মাণে নিম্নমানের কাজ করে। এ ব্যাপারে অভিযোগ করলেও তদারকি কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেননি। সেতুটির নিচে ভিত্তির ওপরে ৪ ইঞ্চি উচ্চতার একটি ঢালাই দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অপরদিক ঠিকাদারি প্রতিষ্ঠানটি সেতুটি নির্মাণের পর নদীর দুই পাড়ের মাটি কেটে সংযোগ সড়ক নির্মাণ করে। নিম্নমানের কাজ হওয়ায় ব্রিজের উইং ওয়াল ভেঙে গেছে। এ ছাড়াও ব্রিজের পাশ ও গার্ডারও ফেটে গেছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি সাড়া দেননি।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  ‘ভেকু মেশিন দিয়ে ব্রিজের নিচ থেকে মাটি তুলতে গিয়ে ব্রিজটি ভেঙে এবং ফেটে গেছে। আমরা তা ঠিক করে নেব।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ