হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার শাহপাড়ার (খাগড়াবন্দ) মো. আব্দুল হালিম শাহের ছেলে মো. হাফিজুর রহমান শাহ (৩৮), বদরগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের মো. সাদুরা গাছুয়ার ছেলে মো. আতিয়ার রহমান (৩৭), ও একই উপজেলার কাচাবাড়ী গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন হোসেন (৩৫)। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রমের সময় পার্বতীপুর থেকে একটি প্রাইভেট কার জয়পুরহাটে যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা তিনজন প্রাণ হারান।

গেটম্যান সাইদুজ্জামান (৩৩) বলেন, ভোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় আমি রশি দিয়ে ব্যারিয়ার দিই। হঠাৎ একটি প্রাইভেট কার ব্যারিয়ারের পাশ দিয়ে অতিক্রম করার সময় কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

সকালে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিদুল বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তিনটি মরদেহ শনাক্ত করেছি। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। জানা গেছে তাঁরা প্রাইভেট কারে করে জয়পুরহাটে যাচ্ছিলেন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা