হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দুই ইউপি সদস্য পদপ্রার্থীর ভোট সমান, পুনরায় ভোটের সুপারিশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার নয়ারহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জন্য আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে এই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

উপজেলা নির্বাচন অফিসার ও নয়ারহাট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, ‘নয়ারহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এ কারণে তাঁদের প্রাপ্ত ভোট ড্র ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডটিতে পুনরায় ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে।’ 

গত ১৫ জুন (বুধবার) অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফলে দেখা যায়, ইউনিয়নটির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আশরাফুল হক মোরগ প্রতীকে ৩১৫ ভোট ও মো. ইদ্রিস আলী ফুটবল প্রতীকে সমানসংখ্যক ভোট পান। এই ওয়ার্ডের ৭৬৯ জন ভোটার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত