হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে দুই হোটেলমালিককে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই হোটেলমালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে পৌর এলাকার বাসস্ট্যান্ডে অভিযান চালান দপ্তরটির কর্মকর্তারা। অভিযানে ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলী ওরফে মন্তাজ আলীকে সাত হাজার টাকা এবং রাজলক্ষ্মী-১ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্যতালিকা না থাকাসহ খাবারে আয়োডিনবিহীন লবণ ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘পুরো জেলায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

অভিযান শেষে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা-অধিকারের কর্মকর্তারা নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন। 

এ সময় দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ছাড়াও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুসফিকুর রহমান এবং ঘোড়াঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ দপ্তর দুটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস