হোম > সারা দেশ > গাইবান্ধা

‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআইকে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর থানার ভেতরে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ‘ঘুষের টাকা’ নেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার এসআই রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে জানান গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার এসআই মানিক রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।’ 

১৮ জুন ‘জেমস রবার্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রথমে টাকা নেওয়ার ভিডিওটি ছাড়া হয়। পরে এটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, এসআই মানিক দ্রুত হেঁটে থানার এসআইদের বসার কক্ষে ঢোকেন। তিনি নির্ধারিত একটি চেয়ারে বসে দুই দফায় টাকা নিয়ে তাঁর ইউনিফর্মের বুক পকেটে রাখেন। টাকা নেওয়া শেষ হলে টাকা দেওয়া ব্যক্তিকে হাতের ইশারায় বসতে বলে তিনি উঠে যান। তবে টাকা দেওয়া ওই ব্যক্তির চেহারা ভিডিওতে দেখা যায়নি। 

ভিডিও ভাইরালের বিষয়ে এসআই মানিক রানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

এসআই মানিক রানা তিন মাস আগে জেলার পলাশবাড়ী থানা থেকে সদর থানায় বদলি হন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা