হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুল গেটের সামনে বাসচাপায় কবির হাসান (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

কবির পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার মানিকবেড়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় গোপালপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

এ ঘটনায় শাহিন আলম (১৮) নামে আরকে মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। সম্পর্কে শাহিন আলম নিহত কবির হাসানের খালাতো ভাই। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর ‘রেখা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে রওনা দেয়। উপজেলার নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে বাসটিকে ওভারটেক করতে যায় কবিরের মোটরসাইকেলটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক কবির হাসান বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

নিহত কবির হাসানের খালাতো ভাই মো. শামীম জানান, সকালে কবির হাসান ও শাহিন আলম ঈদের বাজারে আতরের দোকানের জন্য আতর সুরমা কিনতে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় যান। পরে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হচ্ছে। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা