হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজ ৩ শিশু তিন দিন পর নিজেরাই বাড়ি ফিরেছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে এসেছে। আজ বুধবার দুপুরে তারা বাড়ি ফিরে আসে। গত ৩০ জুলাই (শনিবার) উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় স্কুলের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় তারা।

বাড়ি ফিরে যাওয়া শিশুরা হলো—সাজেদুল ইসলাম সজীব (১১), মনিরুল ইসলাম (১০) ও আব্দুল্লাহ আল পলাশ (১৩)।

বাড়ি ফেরা শিশু ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম জানায়, প্রায় দুই সপ্তাহ আগে তারা তিন বন্ধু মিলে বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা করে। গত শনিবার স্থানীয় মাঠে খেলা দেখতে যায় তারা তিনজন। পরে তারা কাউনিয়া স্টেশনে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকায় যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে কাজ করে ৫০০ টাকা আয় করে। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে বুধবার বাড়িতে চলে আসে। একই কথা জানায় আব্দুল্লাহ আল পলাশ।

সাজেদুলের বাবা নুর আলম ও আব্দুল্লাহ আল পলাশের বাবা মোশারফ হোসেন বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের নিখোঁজ ছেলেরা বাড়ি ফিরে এসেছে। এর জন্য থানা-পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, ‘গত সোমবার এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। তবে নিখোঁজ তিন শিশু দুপুরে বাড়ি ফিরে এসেছে। তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঢাকায় গিয়েছিল। নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে আসায় তাদের পরিবারের লোকজন আনন্দিত।’ 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার