হোম > সারা দেশ > লালমনিরহাট

এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে মেয়েসহ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। দীর্ঘদিনেও ঘর দেননি, এখন টাকা নেওয়ার কথাই অস্বীকার করছেন। এ ঘটনার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সারা দেশে ‘জমি আছে ঘর নাই প্রকল্পের’ মাধ্যমে দরিদ্র পরিবারকে বিনা মূল্যে সরকার ঘর নির্মাণ করে দেয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়। উপজেলার শ্রীরামপুর ইউপি চেয়ারম্যানের সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে এ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চার বছর আগে মেয়ে সুলতানা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা নেন আজহারুল হক।

একই সঙ্গে একই ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার দরিদ্র বিধবা নাজমা বেগম, ফুলমতি বেগম ও ফাতেমা বেগমের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন আজহারুল। দীর্ঘদিনেও ঘর বরাদ্দ না পেয়ে টাকা ফেরত চান তাঁর মেয়েসহ অন্যরা। কিন্তু টাকা নেওয়ার কথা অস্বীকার করেন আজহারুল।

বিষয়টি স্থানীয় শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধানকে জানালে তিনি আজহারুলকে ডেকে পাঠান। কিন্তু তিনি চেয়ারম্যানের ডাকে সাড়া দেননি। শেষ পর্যন্ত এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

সুলতানা বেগম বলেন, ‘সরকারি ঘর পাওয়ার আশায় বাবাকে টাকা দিয়ে স্বামীর সংসারে অশান্তি চলছে। টাকা চাইলে ভয়ভীতি দেখান, হুমকি দেন। এ জন্য কজন মিলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেমের মেয়াদের সময়ে অভিযুক্ত আজহারুল তাঁর মেয়েসহ দরিদ্র ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেন। আমি টাকা উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু আজহারুল ধরা দিচ্ছেন না।’

আজহারুল হক বলেন, ‘কে কিসের টাকা পাবে? তাদের প্রমাণ দেখাতে বলেন। এসব মিথ্যা কথা। মেয়ে-জামাইয়ের সঙ্গে একটু ঝামেলা চলছে। এ জন্য আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে।’

পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। তবে সরকারি ঘর দেওয়ার নামে এ ধরনের টাকা লেনদেনের অভিযোগ প্রায়ই ওঠে।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার