হোম > সারা দেশ > রংপুর

ধানের মণ ১২০০ টাকা করার দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

প্রতি মণ ধানের দর ১ হাজার ২০০ টাকা করাসহ ৫ দফা দাবি জানিয়ে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ কৃষক সমিতির রংপুরের মিঠাপুকুর উপজেলার নেতারা। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার কাছে কৃষিমন্ত্রী বরাবর লেখা এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 

বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকা করাসহ দাবিগুলোর মধ্যে রয়েছে—সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা; ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করা; বিএডিসিকে সচল করে কৃষি উপকরণের দাম কমানো; ইউনিয়ন পর্যায়ে খাদ্যগুদাম ও চালকল নির্মাণ ও পাট, আখ, ভুট্টা, আলু ও আমকে শিল্পপণ্যে রূপান্তর করার জন্য কৃষিভিত্তিক শিল্পকলকারখানা প্রতিষ্ঠা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খোকা, জেলা নেতা আব্দুল জলিল ও বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি রমজান আলী। 

সিপিবি সভাপতি আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ অঞ্চলের বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সরকারের ক্রয়ব্যবস্থা কৃষকবান্ধব না হওয়ায় কৃষকেরা মধ্যস্বত্ব ভোগীদের কাছে শোষণের শিকার হচ্ছেন।’ 

সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খোকা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রীর লাগামহীন দামে কৃষকসহ স্বল্প আয়ের পরিবারের জীবন অচল হয়ে পড়েছে। এ কারণেই স্মারকলিপিতে কৃষক ও স্বল্প আয়ের মানুষের জীবন বাঁচানোর ব্যবস্থা গ্রহণের জন্য ৫ দফা দাবি জানান হয়েছে।’ 

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২