হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীর কাশিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েদ আলী মণ্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আজোয়াটারি ছড়ারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, সায়েদ আলী তাঁর বসতবাড়ির একটি কক্ষে বেশ কিছুদিন যাবৎ মুদির দোকান করে আসছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুন লাগে এবং মুহূর্তেই গোটা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সায়েদ আলীর দোকানের সমস্ত মালামাল, বসতঘর ও ছেলেদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন থেকে পার্শ্ববর্তী দুলাল হোসেন ও জায়েদ আলীর বসতবাড়ি রেহাই পেয়েছে। 
 
এ বিষয়ে সায়াদ আলী মণ্ডল বলেন, আমার ও ছেলেদের সহায়সম্বল সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, দোকানের মালামাল, ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর সহকারী স্টেশন কর্মকর্তা রোস্তম আলী বলেন, আজ বিকেল ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার