হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীর কাশিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েদ আলী মণ্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আজোয়াটারি ছড়ারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, সায়েদ আলী তাঁর বসতবাড়ির একটি কক্ষে বেশ কিছুদিন যাবৎ মুদির দোকান করে আসছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুন লাগে এবং মুহূর্তেই গোটা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সায়েদ আলীর দোকানের সমস্ত মালামাল, বসতঘর ও ছেলেদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন থেকে পার্শ্ববর্তী দুলাল হোসেন ও জায়েদ আলীর বসতবাড়ি রেহাই পেয়েছে। 
 
এ বিষয়ে সায়াদ আলী মণ্ডল বলেন, আমার ও ছেলেদের সহায়সম্বল সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, দোকানের মালামাল, ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর সহকারী স্টেশন কর্মকর্তা রোস্তম আলী বলেন, আজ বিকেল ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু