ফুলবাড়ীর কাশিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েদ আলী মণ্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আজোয়াটারি ছড়ারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সায়েদ আলী তাঁর বসতবাড়ির একটি কক্ষে বেশ কিছুদিন যাবৎ মুদির দোকান করে আসছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুন লাগে এবং মুহূর্তেই গোটা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সায়েদ আলীর দোকানের সমস্ত মালামাল, বসতঘর ও ছেলেদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন থেকে পার্শ্ববর্তী দুলাল হোসেন ও জায়েদ আলীর বসতবাড়ি রেহাই পেয়েছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর সহকারী স্টেশন কর্মকর্তা রোস্তম আলী বলেন, আজ বিকেল ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।