হোম > সারা দেশ > লালমনিরহাট

বিএনপির কার্যালয় ভাঙচুর, ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

হাতীবান্ধা থানায় গ্রেপ্তার ফাহিম শাহরিয়ার খান জিহান। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ফাহিম শাহরিয়ার খান জিহান উপজেলার সিন্দুর্না এলাকার বাসিন্দা। আলীমুদ্দিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, জেলা শহরের মিশন মোড়ের লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর মামলায় এজাহারনামীয় আসামি ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা-পুলিশ হাতীবান্ধা সোনালী ব্যাংক এলাকা থেকে রোববার বিকেলে জিহানকে গ্রেপ্তার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় জিহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টা মামলা রয়েছে তা নথি দেখে পরে জানানো হবে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার