হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় কালবৈশাখীতে গাছচাপায় শিশুর মৃত্যু

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ঘর। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপা পড়ে মো. রনি মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান (ভাটিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ প্রবল বেগে কালবৈশাখী শুরু হয়। ঝড়ের সঙ্গে চলা প্রবল বাতাসে নূর আলম মিয়ার বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছটি সোজা এসে ঘরের চাল ভেঙে শিশু রনির মাথায় পড়ে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রনি পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

এ বিষয়ে পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

এদিকে, ওই রাতের কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। পরান-ব্রাহ্মণীকুন্ডা, বকশির দীঘি-পীরগাছা বাজার সড়কে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। বকশির দীঘি-পীরগাছা সড়কের দুলালের চাতাল নামক স্থানে বড় একটি গাছ রাস্তায় পড়ে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড