হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ১ আনার রিং কিনে ‘১০০ ভরি’ সোনা নিয়ে উধাও ৫ নারী

রংপুর প্রতিনিধি

রংপুর শহরের লক্ষ্মী জুয়েলার্স নামের একটি দোকান থেকে আজ বুধবার দুপুরে ক্রেতা সেজে সোনা চুরির অভিযোগ ওঠে। ছবি: আজকের পত্রিকা

রংপুরে ক্রেতা সেজে দোকান থেকে দেড় কোটি টাকা মূল্যের ১০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে নগরের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।

সোনার দোকানের মালিক তিলক বসাক এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিলক বসাক অভিযোগ করেন, শহরে লক্ষ্মী জুয়েলার্স নামের তাঁর একটি দোকান রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরা পাঁচজন নারী তাঁর দোকানে সোনা কিনতে আসেন। তিনি ওই নারীদের একটি প্লাস্টিকের বক্সে থাকা তৈরি গয়না দেখান। নারীরা কৌশলে তাঁকে একের পর এক বিভিন্ন ধরনের গয়না দেখাতে বলেন। এ সময় তিলক বসাক প্লাস্টিকের বক্সটি তুলে রেখে অন্য পাশে ওই নারীদের দুজনকে গয়না দেখান। এতে তিনি ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে ওই দলের একজন কৌশলে হাত বাড়িয়ে তাঁর শোকেসে থাকা তৈরি গয়নার প্লাস্টিকের বক্সটি চুরি করে ব্যাগের ভেতরে ভরেন। এরপর ওই নারীরা এক আনা ওজনের সোনার রিং কিনে চলে যান।

তিলক বসাক বলেন, ‘আমার দোকান থেকে ৫০ ভরির ৭০টি সোনার চেইন, ৩০ ভরির ১২০টি আংটি, ১২ ভরির ৬০টি লকেট ও ৮ ভরি ওজনের ২১টি ব্রেসলেট চুরি হয়েছে। ২২ ক্যারেটের চুরি হওয়া এই স্বর্ণের দাম ১ কোটি ৬৪ লাখ টাকা।’

ঘটনার পর দোকানে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দোকানে ঢোকেন বোরকা পরিহিত পাঁচজন নারী। তাঁদের মধ্যে দুই নারী স্বর্ণ ব্যবসায়ী তিলক বসাককে কৌশলে ঘিরে ধরে বিভিন্ন গয়না দেখতে থাকেন। অন্য একজন লাফ দিয়ে ভেতর থেকে প্লাস্টিকের বক্সটি নেওয়ার চেষ্টা করেন। দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার ওই নারী বক্সটি নিয়ে আরেক নারীর হাতে থাকা ব্যাগে রাখেন। এর কিছুক্ষণ পর ওই নারীসহ তিন নারী প্রথমে দোকান ত্যাগ করেন এবং কিছুক্ষণ পর বাকি দুই নারীও বেরিয়ে যান।

রংপুর শহরের লক্ষ্মী জুয়েলার্স নামের একটি দোকান থেকে আজ বুধবার দুপুরে ক্রেতা সেজে সোনা চুরির অভিযোগ ওঠে। ছবি: সিসি টিভি ফুটেজ

রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, দোকান থেকে ১০০ ভরি সোনা চুরির বিষয়ে এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু