হোম > সারা দেশ > রংপুর

অফিসে বসে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, পীরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

গঙ্গাচড়া ও রংপুর প্রতিনিধি

থানার কক্ষে বসে অবৈধভাবে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে তাঁকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান। 

গত রোববার পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়। 

ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিসরুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কি কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’ 

ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করে রংপুর জেলা পুলিশ। সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামানকে (পিবিএম) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তবে অনুসন্ধানের পর জানা যাবে সম্পূর্ণ ঘটনা।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার