হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংখ্যালঘুদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে (নামুড়ি-কাকিনা আঞ্চলিক সড়ক) তাঁরা কর্মসূচি পালন করেন। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। 

কর্মসূচিতে বক্তারা দাবি করে বলেন, বিশেষ প্রতীকে ভোট না দিলে তাঁদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু। তাঁর পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানালে হিন্দু পরিবারের লোকজনকে মারধর করেন ওই প্রার্থীর লোকজন। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু ওই হিন্দুপল্লিতে এসে তাঁকে ভোট প্রদান ও তাঁর পক্ষে নির্বাচনী কাজ করতে আহ্বান জানান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে আহত হন তপন কুমার নামে এক ব্যক্তি। এ বিষয়ে আহত তপন কুমারের বাবা উপিন চন্দ্র কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ