হোম > সারা দেশ > রংপুর

অফিস সহায়কের বেতন আত্মসাতের ঘটনায় কর্মকর্তার পর সহকারীকে শোকজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অফিস সহায়কের বেতনের টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। এতে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। 

গতকাল বুধবার মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। এর আগে বকেয়া বেতনের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে। 

গত ১৪ নভেম্বর অর্থ আত্মসাতের ঘটনায় রংপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন অফিস সহায়ক মিনু মাই। এর আগে এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘ঝাড়ুদারের বেতনের সাড়ে ৩ লাখ টাকা মেরে দিলেন দুই কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।  

সংবাদ প্রকাশের ঘটনায় রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়ক মিনু মাইয়ের বকেয়া বেতনের টাকা আত্মসাতের ঘটনার সত্যতা মেলে। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়। 

গত সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামানের সই করা চিঠিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অফিস সহায়কের ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের ঘটনায় সহযোগিতা করা এবং বিষয়টি গোপন রাখার কারণে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে মহাপরিচালক বরাবর লিখিতভাবে চাওয়া হয়েছে। এর আগে গত ৫ মে যুব উন্নয়ন কর্মকর্তাকে শোকজ করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড