হোম > সারা দেশ > রংপুর

লুটের পর আশুরা বিলের ইট নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা, বাদ যায়নি মসজিদও

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

৫ আগস্ট সরকারের পদত্যাগের পর দিনাজপুরে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। 

বিলের পাড়ের প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স, পর্যটকদের বসার ছাউনীসহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গেছে। এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা। 

উদ্যানে নাগরদোলা ও চরকির মালিক নবী নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট বিকেলে খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিলে এসে দেখি তার একটি চরকি ভাঙচুর ও একটি দোলনা নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র ও টিনের চালা নিয়ে যায় তারা। 

কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী জানান, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি তার, একসঙ্গে ৫০ / ৬০ জন লোক দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তার চোখের সামনে। কিছুই করতে পারেননি তিনি। শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাটের অভিযোগ করেন। 

এদিকে লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে। চার উপজেলার মানুষের বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটে। কিন্তু লুটপাটের পর এখানে কেউ আসছেন না। 

নাম প্রকাশ না করার শর্তে এক দর্শনার্থী বলেন, ‘বিলের পার্শ্ববর্তী বাসটেক এলাকার বেশ কিছু ব্যক্তি দল বেঁধে এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। সেখানে থাকা মসজিদের টিন আসবাবপত্রও নিয়ে যান তারা। বর্তমানে নৌকা যোগে কাঠের সেতুর খুঁটি কেটে নিয়ে যাচ্ছে। ৫ / ৬ দিন হয়ে গেলেও প্রশাসনের কেউ আসেনি।’ 

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের খবর পেয়েছি, উদ্ভূত পরিস্থিতিতে জনবল সংকটের কারণে তাৎক্ষণিক আমরা যেতে পারিনি। 

আজ উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’ খুব শিগগিরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু