হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীতে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ট্রাকটি জব্দ করাসহ চালক ফারুক হোসেনকে (৩২) আটক করা হয়। আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পরশুরাম থানা এলাকার নিয়ামত কদমতলা গঙ্গাচড়া-রংপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় পাথরবোঝাই একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ ট্রাকচালককে আটক করা হয়।

আটক ফারুক হোসেন (৩২) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গনেসাম গ্রামে বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক মাহমুদ বশির আহমেদ বলেন, এ ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই ট্রাকচালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ