হোম > সারা দেশ > লালমনিরহাট

‘মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)। 

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’ 

পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা