কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কের টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাদল পৌর শহরের নারিকেলবাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবুর ছেলে এবং উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানান,আজ বেলা ১১টায় পৌর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাদল। পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ফারিয়া হাসান বলেন, বাদল নামের তরুণকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।