হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে বিএনপির নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

গ্রেপ্তার সুমন মিয়া। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির নেতা মো. ইলিয়াস মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. সুমন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

শনিবার (২১ জুন) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানার পুলিশ। এ মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর আছে।

এজাহার সূত্রে জানা যায়, ৬ জুন রাত ১১টার দিকে বিএনপির নেতা ইলিয়াস মিয়া তাঁর মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে জামগাছতলা এলাকায় পরিকল্পিত হামলার শিকার হন। হামলাকারীরা তাঁকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার তিন দিন পর ৯ জুন নিহতের স্ত্রী মোছা. লিপি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

নিহত ইলিয়াস মিয়া রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত মো. ইলিয়াস মিয়ার সঙ্গে প্রতিবেশী প্রবাসী তারাজুল ইসলামের জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। বিদেশে অবস্থান করেও তারাজুল ইসলামের পরিকল্পনা ও মদদেই সুমন মিয়া এ হত্যাকাণ্ড ঘটায় বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার