হোম > সারা দেশ > পঞ্চগড়

বোদায় বাঘ ভেবে বন বিড়াল আটক

প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)

পঞ্চগড়ের বোদায় বাঘের ছানা ভেবে একটি বনবিড়ালের ছানা আটক করেছে কয়েকজন যুবক। গত সোমবার বিকেলে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গফিপাড়া এলাকা থেকে এটি আটক করা হয়। পরে ছানাটি স্থানীয় ডানাকাটা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। 

ডানাকাটা ক্যাম্পের কমান্ডার সুবেদার কামরুজ্জামান বনবিড়ালের ছানাটি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, এটি ভারতীয় একটি চা–বাগান থেকে বের হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে গফিপাড়ার কয়েক যুবক বাঘের ছানা ভেবে সেটিকে আটক করে। পরে জানা যায় এটি বাঘের ছানা নয়; বনবিড়াল। 

বিজিবি জানায়, আটক ছানাটির ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে উদ্ধার হওয়া ছানাটি পঞ্চগড় প্রাণিসম্পদ অধিদপ্তরে চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ছানাটির ওজন ১২ কেজি হবে বলেও তিনি জানান। 

বোদা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, `আমি ছবি দেখেছি। উদ্ধারের পরে আমার কাছে ফোন এসেছে। উক্ত ইউনিয়ন ও পঞ্চগড় সদর উপজেলা কাছে হওয়ায় সেখানে নেওয়ার পরামর্শ দিয়েছি। আটক ছানাটি স্থানীয়ভাবে বাগডাশ নামে পরিচিত।' 

অবসরপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ইমাম হোসেন রনি জানান, বনজঙ্গল কেটে ফেলায় প্রাণীটি সচরাচর চোখে পড়ে না। দিনদিন এরা এ অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। একসময় প্রচুর ঝোপঝাড় থাকায় বাড়ির আশপাশেও এর দেখা মিলত। তবে এরা কারও ক্ষতি করে না। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, `আটক বনবিড়ালের ছানাটি উদ্ধারের খবর আমি পেয়েছি। আমি এটির সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। পরে সেটি পঞ্চগড় প্রাণিসম্পদ অফিসে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বন বিভাগ কর্তৃপক্ষ নিজেদের কাছে নেয়। বন বিড়ালটি সুস্থ হলে আবার অবমুক্ত করা হবে।'

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত