হোম > সারা দেশ > রংপুর

চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

নীলফামারী প্রতিনিধি

ইপিজেডে চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল হামিদ ওরফে আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ সদর উপজেলার চাপড়া সরমজানী এলাকার বাসিন্দা। 

সূত্রমতে, উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূ ও যুবতীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে প্রতারক আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫)। তারপর তিনি কৌশলে টাকা হাতিয়ে নেন এবং শারীরিক সম্পর্ক তৈরি করেন। 

এমনিভাবে চাকরির খোঁজে আসা ভুক্তভোগীর সঙ্গে আকাশের পরিচয় ইপিজেডের মূল ফটকে। তারপর চাকরির নামে ২২ হাজার ও প্রেমের ফাঁদে ফেলে আরও এক লাখ টাকা হাতিয়ে নেন। 

সম্প্রতি ভুক্তভোগীকে প্রতারক আকাশ তার ট্রেনিং সেন্টারে আসার জন্য ফোন করেন। পরে ট্রেনিং সেন্টারের একটি কক্ষে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এলাকাবাসী জানান, প্রতারক আকাশের বাড়িতে প্রতিদিন নানা বয়সের নারীরা আসেন। এরা সবাই প্রতারণার শিকার। তারাও আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আরমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘মামলা দায়েরের পর থেকে আসামি আকাশ আত্মগোপন করায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করা আজ (শুক্রবার) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘আকাশকে গ্রেপ্তারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, চাকরি প্রত্যাশীরা যেন এ রকম প্রতারকের খপ্পরে না পড়ে নিজেই সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক আকাশকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ