হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে পুশ ইনের শিকার ৭, শূন্যরেখায় আটকে ১২ জন

লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি

লালমনিরহাটে বিজিবির হাতে আটক সাতজন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার একই পরিবারের সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ছাড়া ভারত থেকে ঠেলে দেওয়া আরও ১২ জন শূন্যরেখায় আটকে আছে।

আজ বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে সাতজনকে আটক করা হয়। তারা হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধ্বনিরাম এলাকার ওবায়দুর রহমান (৪৫), তাঁর স্ত্রী মাহমুদা বেগম (৪০) এবং তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে।

সীমান্তের বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত দিয়ে সকালে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে আদিতমারী থানায় সোপর্দ করে বিজিবি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দুর্গাপুর সীমান্তে সাতজনকে পুশ ইন করা হয়েছে। তারা বাংলাদেশি পরিচয় দেওয়ায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে পাটগ্রামের ঝালঙ্গি সীমান্তে সাত ও হাতীবান্ধার বড়খাতা দোলাপাড়া সীমান্তে পাঁচজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় এলাকাবাসী ও বিজিবির প্রতিরোধে পিছু হটে তারা। পুশ ইন করতে আনা ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান করছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু