হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে পুশ ইনের শিকার ৭, শূন্যরেখায় আটকে ১২ জন

লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি

লালমনিরহাটে বিজিবির হাতে আটক সাতজন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার একই পরিবারের সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ছাড়া ভারত থেকে ঠেলে দেওয়া আরও ১২ জন শূন্যরেখায় আটকে আছে।

আজ বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে সাতজনকে আটক করা হয়। তারা হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধ্বনিরাম এলাকার ওবায়দুর রহমান (৪৫), তাঁর স্ত্রী মাহমুদা বেগম (৪০) এবং তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে।

সীমান্তের বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত দিয়ে সকালে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে আদিতমারী থানায় সোপর্দ করে বিজিবি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দুর্গাপুর সীমান্তে সাতজনকে পুশ ইন করা হয়েছে। তারা বাংলাদেশি পরিচয় দেওয়ায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে পাটগ্রামের ঝালঙ্গি সীমান্তে সাত ও হাতীবান্ধার বড়খাতা দোলাপাড়া সীমান্তে পাঁচজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় এলাকাবাসী ও বিজিবির প্রতিরোধে পিছু হটে তারা। পুশ ইন করতে আনা ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান করছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার