হোম > সারা দেশ > নীলফামারী

স্ত্রী স্বীকৃতির দাবি: ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান করা সেই নারী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেওয়া সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শহরের সাহাপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলাটি করেন অভিজিৎ সর্বজ্ঞ পাপনের মা উমা সর্বজ্ঞ (৫৮)। বিচারক অভিযোগটি থানায় গ্রহণ করার নির্দেশ দেন। পরে গতকাল রোববার আদালতের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বৃহস্পতিবার ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেন ওই নারী। পরদিন তিনি সদর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিজিৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

নারীর অভিযোগে জানা যায়, ২০১৩ সালে অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে ডোমার, নীলফামারীসহ বিভিন্ন ভাড়া বাড়িতে রাখেন তাঁকে। এরই মধ্যে গত ১৩ মে দিবাগত রাতে হঠাৎ নীলফামারী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় পাপন কিছু লোকজন নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যার চেষ্টা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে পাপনের মায়ের অভিযোগ গ্রহণ করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে করাগারে পাঠানো হয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা