হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নিজ ঘর থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

নিজ বাড়ির শোয়ার ঘর থেকে পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী গোলাম আযমের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গোলাম আযমকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যায় জড়িত, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। তবে গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকারী শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, বাড়িতে ছিলেন দুই সন্তান ও তাঁর স্ত্রী। সন্ধ্যার পর গোলাম আযমের মেয়ে তাঁর বাবাকে ডাকতে তাঁর কক্ষে ঢুকলে তাঁকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর চিৎকার করে তাঁর মা ও ভাইকে বিষয়টি জানায়। তবে পুলিশের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে অনেক আগেই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, গোলাম আযমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত