হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেলপথে এ ঘটনা ঘটেছে। 

নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। তিনি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, ওই নারী দুপুরের অনেক আগে থেকেই রেললাইনের ওপর বসেছিলেন। এর কিছুক্ষণ পর বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আসে। এ সময় ওই নারী ট্রেনটির সামনে লাফ দেন। 

আমেনা বেগমের ভাই নবিউল ইসলাম বলেন, ‘প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সঙ্গে আমার বোনের ঝগড়া হয়। এরপর আমার বাড়িতে চলে আসে। এ ছাড়া সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাই ট্রেনে কাটা পড়েছে। এ ছাড়া সে তার স্বামীর বাড়িতে দুবার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল।’ 

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। তবে ওই নারীর বাড়ি টংভাঙ্গা ইউনিয়নে। সে কিছুদিন আগে বাবার বাড়ি সাদা পাগলার মাজার এলাকায় বেড়াতে এসেছিল।’ 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। আর তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্যা করেছেন কি না।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার