হোম > সারা দেশ > লালমনিরহাট

ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার, ট্রেনের ধাক্কায় নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় কফুরন বেওয়ার (৭০) নামে এক বৃদ্ধা মারা যান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের বাউরা নবীনগর এই দুর্ঘটনায় নিহত হন তিনি।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কফুরনের বাড়ি এ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায়। 

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রমজান মাস উপলক্ষে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে দুস্থ, গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন কফুরন বেওয়া। এ সময় নওগাঁর শান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকে। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কফুরনের। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই ইউনিয়নে ট্রেনের ধাক্কায় আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। ওই ঘটনার ৩৭ দিনের মাথায় একই এলাকার পাশাপাশি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত