হোম > সারা দেশ > লালমনিরহাট

ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার, ট্রেনের ধাক্কায় নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় কফুরন বেওয়ার (৭০) নামে এক বৃদ্ধা মারা যান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের বাউরা নবীনগর এই দুর্ঘটনায় নিহত হন তিনি।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কফুরনের বাড়ি এ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায়। 

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রমজান মাস উপলক্ষে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে দুস্থ, গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন কফুরন বেওয়া। এ সময় নওগাঁর শান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকে। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কফুরনের। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই ইউনিয়নে ট্রেনের ধাক্কায় আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। ওই ঘটনার ৩৭ দিনের মাথায় একই এলাকার পাশাপাশি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস