হোম > সারা দেশ > লালমনিরহাট

ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার, ট্রেনের ধাক্কায় নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় কফুরন বেওয়ার (৭০) নামে এক বৃদ্ধা মারা যান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের বাউরা নবীনগর এই দুর্ঘটনায় নিহত হন তিনি।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কফুরনের বাড়ি এ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায়। 

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রমজান মাস উপলক্ষে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে দুস্থ, গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন কফুরন বেওয়া। এ সময় নওগাঁর শান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকে। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কফুরনের। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই ইউনিয়নে ট্রেনের ধাক্কায় আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। ওই ঘটনার ৩৭ দিনের মাথায় একই এলাকার পাশাপাশি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার