বিনা লাইসেন্সে ওষুধ বিক্রির দায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দোকানের মালিককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শিনবাদ (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ইউএনওর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ড্রাগ লাইসেন্স ছাড়া এবং নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির অপরাধে শিনবাদকে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও তেঁতুলিয়া মডেল থানান এসআই আমানউল্লাহ।