হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে মেয়ের প্রেমিককে হত্যার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি

মেয়ের প্রেমিককে হত্যার দায়ে মমতাজ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে এ আদেশ দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

সাজাপ্রাপ্ত মমতাজ উদ্দিন জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া (রজবপাড়া) গ্রামের বাসিন্দা। হত্যার শিকার জলধর চন্দ্র একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের প্রেমানন্দের ছেলে।

আদালতের রায় থেকে জানা গেছে, জলধর চন্দ্র নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে মমতাজ উদ্দিনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদসহ গণ্যমান্য ব্যক্তিরা ওই বৈঠকে বসেন। সেখানে দা দিয়ে কুপিয়ে জলধরকে হত্যা করেন মমতাজ উদ্দিন।

এ ঘটনায় নিহতের বাবা প্রেমানন্দ বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেন। পুলিশ মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে আজ রায় শেষে সাজাপ্রাপ্ত মমতাজ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। তাঁর হাজতবাসের দিনগুলো সাজা থেকে বাদ দিতে বলা হয় আদেশে।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্ত মমতাজ উদ্দিনকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ