হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় বিষপানে মা-মেয়ের মৃত্যু 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিষপানে মানসিক ভারসাম্যহীন মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা­-পুলিশ।

মৃতরা হলেন— উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকার আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৪০) ও তার ৪ মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার কন্যা সন্তানের জননী রোজিনা বেগম মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে মানসিক রোগের চিকিৎসাও করছিলেন তাঁর পরিবার। শনিবার সকালে সবার অগোচরে বাড়িতে রাখা ফসলি জমির কীটনাশক নিজে পান করেন ও তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসীকে পান করান। এর কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসার অবনতি হলে মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পথে সন্ধ্যায় প্রথমে মা ও পরে মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মায়ের বিষয়টি আত্মহত্যা হিসেবে অপমৃত্যু (ইউডি) মামলা হবে। ৪ মাসের শিশু নিজে খেতে পারে না। তাকে বিষ খাওয়ানো হয়েছে এবং এর সম্ভাব্য অভিযুক্ত মা নিজেও মারা গেছেন। শিশুর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মা-মেয়ের মরদেহ রোববার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার