হোম > সারা দেশ > রংপুর

১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারে আনার সিদ্ধান্ত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।

সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।

পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা। 

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন