হোম > সারা দেশ > রংপুর

১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারে আনার সিদ্ধান্ত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।

সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।

পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা। 

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২